ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

রক্তদানের আগে যেসব বিষয় জানা জরুরি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ৫ আগস্ট ২০২৪  

রক্তদানের আগে যেসব বিষয় জানা জরুরি

রক্তদানের আগে যেসব বিষয় জানা জরুরি

রক্ত দানের অর্থ হলো জীবন দান। কারণ জরুরি অবস্থায় রক্তের অভাবে জীবন-মৃত্যুর মধ্যে ঝুলে থাকা কোনো অভাবীকে রক্ত দিলে তার জীবন বাঁচানো যায়। যেকোনো পূর্ণবয়স্ক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল ব্যক্তি রক্ত দান করতে পারবেন।

রক্তদানের সময় সাধারণত ৪৫০ মিলিলিটার রক্ত নেয়া হয়। তিন মাসের মধ্যে এই পরিমাণ রক্তের উপাদান আবার পূরণ হয়ে যায়। তাই একজন সুস্থ-সবল ব্যক্তি জীবনে অনেকবারই রক্ত দিতে পারেন। বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী রক্তদানের সক্ষমতা নির্ণয় করা হয়ে থাকে। প্রতিটি রক্তদান কেন্দ্রে রক্তদানের সক্ষমতা যাচাই করার জন্য একটি সুনির্দিষ্ট ফরম থাকে, যা রক্তদাতা নিজে পূরণ করবেন। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা করে রক্তদানের উপযুক্ততা নির্ধারণ করা হয়।

বিভিন্ন গবেষণা অনুযায়ী দেখা গেছে, মাঝে মাঝে রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে, ক্যালোরি ঝরে, ক্যানসারের ঝুঁকি কমে, বয়সের ছাপ পড়ে না ত্বকে। তবে, ইচ্ছে থাকলেও যে কেউ রক্ত দিতে পারবেন না। জেনে নিন, রক্তদান করার আগে কী কী মাথায় রাখবেন।

১. দাতার কোনো রক্ত দ্বারা বাহিত অসুখ থাকলে তিনি রক্তদান করতে পারবেন না। এছাড়া, এইডস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ক্যানসার, এপিলেপ্সি, কিডনির অসুখ থাকলেও রক্তদান করা যায় না।। যাদের অ্যানিমিয়া রয়েছে, রক্ত দেওয়ায় নিষেধ রয়েছে তাদেরও। আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি ১২.৫-এর নিচে হয়, তাহলে রক্ত দেওয়া যাবে না। আপনার হৃদস্পন্দনের হার যদি ৫০-এর কম ও ১০০-এর বেশি হয়, তাহলেও রক্ত নেওয়া হয় না। হাঁপানি, টিবি বা কোনও ধরনের অ্যালার্জির সমস্যা থাকলেও রক্ত দেওয়া যায় না।

২. ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হলে তবেই তিনি রক্ত দিতে পারবেন। কম পক্ষে ৪৫ কেজি ওজন না হলে রক্ত দেওয়া বারণ। জ্বর হলে রক্ত দেওয়া যাবে না।

৩. রক্তদানের আগের ছ’মাসের মধ্যে যদি ট্যাটু বা পিয়ার্সিং করানো হয়, তাহলেও রক্ত দেওয়া যাবে না। রক্ত দান করার আগের ২৪ ঘণ্টায় মদ্যপান করা চলবে না। রক্তদান করার দু’ঘণ্টা আগে ধূমপানও করা চলবে না।

৪. হেপাটাইটিস বি, রেবিজ টিকা নেওয়ার পর ছ’মাস রক্তদান করা উচিত নয়। তবে কোভিডের টিকা নেয়ার দু’ থেকে তিন সপ্তাহ পর রক্ত দান করা যেতে পারে।

৫. অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছেন এমন কোনও মহিলা রক্তদান করতে পারেন না। এছাড়া, গর্ভপাত হওয়ার ছ’মাসের মধ্যে রক্তদান করা যায় না।

সর্বশেষ
জনপ্রিয়