ঢাকা, রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

মেসিতেই চোখ আর্জেন্টিনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৯ জুলাই ২০২৪  

মেসিতেই চোখ আর্জেন্টিনার

মেসিতেই চোখ আর্জেন্টিনার

কাতার বিশ্বকাপে আকর্ষণের মূলে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দলের প্রয়োজনীয় মুহূর্তে দক্ষতা দেখিয়ে ম্যাচ বের করে নিয়েছেন। কিন্তু এবারের কোপা আমেরিকায় সেই মেসি যেন নিষ্প্রভ হয়ে আছেন। তিন ম্যাচ খেলে এখনো জালের দেখা পাননি তিনি। একটি গোলে কেবল অ্যাসিস্ট করেছেন। তবে আগামীকাল ভোর ৬টায় কানাডার বিপক্ষের ম্যাচে এলএমটেনের দিকে চেয়ে আছেন দল ও ভক্তরা। সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টাইন তারকা জ্বলে উঠলে দলের জয় নিয়ে বেশি বেগ পেতে হবে না। যদিও সতীর্থরা মেসির অভাব বুঝতে দিচ্ছেন না, লতারো মার্টিনেজ-অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা রয়েছেন ফরমের চূড়ায়। তাদের ওপরে ভর করে হ্যাটট্রিক শিরোপার আরো কাছে পৌঁছাতে পারে মেসির দল।গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় দিয়ে শুরু করলেও নড়বড়ে ছিল পুরো দল। সম্ভবত বাড়তি চাপ নিয়ে সেই নড়বড়ে অবস্থা তৈরি হয়েছিল। বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষেও এমন থেকে হারতে হয়েছিল মেসিদের। তবে কানাডার বিপক্ষের সেই ম্যাচে হার দেখতে হয়নি তাদের। প্রথম ম্যাচের পরে আর্জেন্টিনাও নিজেদের গুছিয়ে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে কিছুটা ছন্নছাড়া থাকলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দলকে উদ্ধার করেছেন। সেই মার্টিনেজও বিশ্বাস করেন মেসি প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠবেন। এবারের কোপায় কানাডার বিপক্ষে এ নিয়ে দ্বিতীয় বারের মতো মাঠে নামছে তাদের দল। গ্রুপ পর্বের ম্যাচে পাওয়া ২-০ জয় সেমির ম্যাচেও কিছুটা আত্মবিশ্বাস দিবে চ্যাম্পিয়নদের।

এদিকে বড় ম্যাচে এসে জ্বলে ওঠার বিষয়টি আর্জেন্টিনা চিরন্তন জায়গায় নিয়ে গেছে। কানাডার আলফানসো ডেভিস কিছুটা হুমকি হলেও মেসির সামনে সেটি কিছুই নয়। চোট নিয়ে আর্জেন্টাইন তারকা ভুগছেন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে সে কারণে খেলতে পারেননি নিজের চেনা ছন্দে। তবে এবার মেসির জ্বলে ওঠা সময়ের ব্যাপার। আগের থেকে বেশ ভালো অবস্থানে রয়েছেন। অনুশীলনে অন্যরা বেশি সাবলীল হলেও মেসিকে ম্যাচে ঠিকভাবে পাওয়ার আশা করছেন তারা। চলতি আসর থেকে ব্রাজিল ইতিমধ্যে বিদায় নিয়েছে। কালকের ম্যাচ জিততে পারলে ফাইনালে উরুগুয়ে কিংবা কলম্বিয়ার মুখোমুখি হতে হবে। এই জায়গা থেকে উরুগুয়ের ওঠার সম্ভাবনা বেশি রয়েছে। তাতে জমজমাট একটি ফাইনালের হাতছানি দিচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়