ঢাকা, রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

বান্দরবানে কেএনএফের দুই সদস্য নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ২৫ জুলাই ২০২৪  

বান্দরবানে কেএনএফের দুই সদস্য নিহত

বান্দরবানে কেএনএফের দুই সদস্য নিহত

বান্দরবানের রুমা উপজেলার সাইকটপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে নব্য স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর দুই সদস্য নিহত হয়েছেন।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, রুমা উপজেলার সাইকটপাড়ায় অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। এ অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হন। এ সময় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় এবং অভিযানের বিস্তারিত তথ্য জানায়নি আইএসপিআর।

গত ২ এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কেএনএফ। পরদিন দুপুরে তারা থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে অস্ত্র লুট করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী কেএনএফবিরোধী অভিযান শুরু করে। এ অভিযানে কেএনএফ-সংশ্লিষ্টতায় এ পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়