ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

কৃষিতে ক্ষয়ক্ষতি দ্রুত নির্ধারণ করে পুনর্বাসনের নির্দেশ : কৃষি উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ২৫ আগস্ট ২০২৪  

কৃষিতে ক্ষয়ক্ষতি দ্রুত নির্ধারণ করে পুনর্বাসনের নির্দেশ : কৃষি উপদেষ্টা

কৃষিতে ক্ষয়ক্ষতি দ্রুত নির্ধারণ করে পুনর্বাসনের নির্দেশ : কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বন্যাদুর্গত এলাকায় কৃষি খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নির্ধারণ করে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বীজ ও সারসহ অন্যান্য কৃষি উপকরণের জোগান নিশ্চিত করা, বীজতলা তৈরি এবং সার্বিক করণীয় নির্ধারণ করতে নির্দেশনা দিয়েছেন।

গতকাল সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাপরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব নির্দেশনা দেন। এসময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন। সভায় দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় করণীয়/প্রস্তুতি বিষয়ে ১০ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কৃষি সচিব দেশের বন্যাকবলিত মানুষকে সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কৃষি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

সর্বশেষ
জনপ্রিয়