ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

উসাইন বোল্ট হতে চাওয়া আলফ্রেডই দ্রুততম মানবী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ৪ আগস্ট ২০২৪  

উসাইন বোল্ট হতে চাওয়া আলফ্রেডই দ্রুততম মানবী

উসাইন বোল্ট হতে চাওয়া আলফ্রেডই দ্রুততম মানবী

কিশোর বয়সেই হতে চেয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্টের মতো। সে সময় না পারলেও ২৩ বছর বয়সে এসে প্যারিসে নিজের স্বপ্ন পূরণ করেছেন সেন্ট লুসিয়া থেকে উঠে আসা জুলিয়ান আলফ্রেড। চলমান প্যারিস অলিম্পিকের ট্র‍্যাকে গতির ঝড় তুলে মেয়েদের ১০০ মিটারের সোনার পদক জিতেছেন আলফ্রেড। ১০.৭২ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। অলিম্পিকে তাঁর এবং সেন্ট লুসিয়ার প্রথম পদক, সেটাও আবার সোনা।

এই ইভেন্টের সেমিফাইনালে দৌড়াননি জ্যামাইকার হয়ে দুটি অলিম্পিক সোনাজয়ী শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস।শেষ সময়ে কারণ না জানিয়েই সরে দাঁড়ান প্রাইস। তাতে ফেভারিট ধরা হচ্ছিল যুক্তরাষ্ট্রের শ্যা’কারি রিচার্ডসনকে। কিন্তু প্যারিসে চমক দেখালেন সেন্ট লুসিয়ার আলফ্রেড৷ এই ইভেন্টে ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন শ্যা’কারি। ১০.৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন তারই স্বদেশি মেলিসা জেফারসন।

সর্বশেষ
জনপ্রিয়